মহা মন্ত্র:- হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

যদা যদা হি ধর্ম্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যুত্থানমধর্ম্মস্য তদাত্মানং সৃজাম্যহম্।।
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুস্কৃতাম্।
ধর্ম্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।
-অনুবাদঃ-- হে ভারত! যখন ধর্ম্মের গ্লানি এবং অধর্ম্মের বৃদ্ধি হয়, তখন আমি আপনাকে প্রকাশ করি। সাধুদিগের পরিত্রাণের নিমিও, দুস্কর্ম্মিদিগকে বিনাশ করিবার নিমিও এবং ধর্মসংস্থাপনের নিমিও আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি।
শ্রীমদ্ভগবগীতা ৪/৭,৮ শ্লোক
জন্ম কর্ম্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বতঃ।
ত্যক্তা দেহং পুনর্জ্জন্ম নৈতি মামেতি সোহর্জ্জুন।। ৪/৯
অনুবাদ-- যিনি আমার জন্ম এবং কর্ম্ম যথার্থরুপে জানেন, হে অর্জ্জুন ! তিনি দেহ ত্যাগ করিয়া পুনর্ব্বার জন্মপ্রাপ্ত হন না, আমাকেই প্রাপ্ত হন।
শ্রীমদ্ভগবগীতা ৪/৯ শ্লোক
Share:

দর্শক সংখ্যা

Contact Form

Name

Email *

Message *

জনপ্রিয় পোস্টসমূহ

Recent Posts