হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ
যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসুদন
গিরিধারী গোপীনাথ মদনমোহন।
শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত
সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।
জয়রুপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব
গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই ছয় গোসাঁই করি চরন বন্দন
যাহা হইতে বিঘ্ননাশ কভিষ্ট পূরণ এই
ছয় গোসাঁই যবে করুণা করিলে ,ব্রজে রাধাকৃষ্ণ
সেবা অবশ্য পাইবে ।
ঠাকুরের ঠাকুর
আমার বৈষ্ণব
গোসাঁই ,কলি ভব
তরাইতে আর কেহ নাই ।মনের
আনন্দে বল সবে ভজ
বৃন্দাবন ,শ্যামকুন্ড
রাধাকুন্ড গিরি গোবর্ধণ ।
মনের আনন্দে বল সবে ভজ
বৃন্দাবন ,শ্রীগুরু
বৈষ্ণব পদে মজাইয়া মন ।
বৈষ্ণব ঠাকুর মোর করুনার
সিন্ধু ,ইহকালে প্রেমদাতা পরকালে বন্ধু।
তোমা বিনা অন্য
গতি ত্রিভুবনে নাই ,শ্রীচরণ
বলে দয়া করহ গোসাঁই ।
মনের আনন্দে বলি সবে হরি হরি বোল।
হরি বোল হরি বোল
হরি বোল ।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ।
গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসুদন
গিরিধারী গোপীনাথ মদনমোহন।
শ্রীচৈতন্য নিত্যানন্দ অদ্বৈত
সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা।
জয়রুপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব
গোপাল ভট্ট দাস রঘুনাথ।
এই ছয় গোসাঁই করি চরন বন্দন
যাহা হইতে বিঘ্ননাশ কভিষ্ট পূরণ এই
ছয় গোসাঁই যবে করুণা করিলে ,ব্রজে রাধাকৃষ্ণ
সেবা অবশ্য পাইবে ।
ঠাকুরের ঠাকুর
আমার বৈষ্ণব
গোসাঁই ,কলি ভব
তরাইতে আর কেহ নাই ।মনের
আনন্দে বল সবে ভজ
বৃন্দাবন ,শ্যামকুন্ড
রাধাকুন্ড গিরি গোবর্ধণ ।
মনের আনন্দে বল সবে ভজ
বৃন্দাবন ,শ্রীগুরু
বৈষ্ণব পদে মজাইয়া মন ।
বৈষ্ণব ঠাকুর মোর করুনার
সিন্ধু ,ইহকালে প্রেমদাতা পরকালে বন্ধু।
তোমা বিনা অন্য
গতি ত্রিভুবনে নাই ,শ্রীচরণ
বলে দয়া করহ গোসাঁই ।
মনের আনন্দে বলি সবে হরি হরি বোল।
হরি বোল হরি বোল
হরি বোল ।